Crime News tv 24
ঢাকাসোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইরানি প্রেমিকের সঙ্গে ব্রিটনির বাগদান

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজেদের ইনস্টাগ্রামে ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির বাগদান হয়েছে  বলে  জানিয়েছেন।

রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি এবং ভিডিওতে ব্রিটনির হাতে বাগদানের হীরার আংটি দেখা গেছে। ক্যাপশনে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’

স্যাম ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন ‘বড় খবর আসছে।’ এর পরেই তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো একটি ছবি শেয়ার করেছেন।

এই যুগলের ছবি এবং ভিডিও ভরে গেছে ভক্তদের ভালোবাসা ও শুভ কামনায়। শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস হিলটন, উইলি গোমেজ সহ ব্রিটনির কাছের বন্ধুরা।

দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের বাগদানের আংটি দেখানো একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ব্রিটনি বর্তমানে তার ১৩ বছরের কনজারভেটরশিপ শেষ করার জন্য একটি আইনি লড়াই লড়ছেন। ২০০৮ সালে তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিলে কনজারভেটরশিপ আরোপ করা হয় তার ওপর।

এদিকে আসগরি তার অ্যাকাউন্টে ব্রিটনির আংটি এবং তাদের চুম্বনের একটি পৃথক ছবি পোস্ট করেছেন। তাছাড়া, পিপল ম্যাগাজিনকে এ বাগদানের খবর নিশ্চিত করেছেন ব্রিটনির ম্যানেজার ব্র্যান্ডন কোহেন।

তিনি বলেন, ‘এই দম্পতি আজ তাদের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। তাদের প্রতি যে সমর্থন, উৎসর্গ ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে, তাতে গভীরভাবে অভিভূত তারা।’

ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণকারী ২৭ বছর বয়সী আসগরি একজন ব্যক্তিগত প্রশিক্ষক ও অভিনেতা। ১২ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে আসেন।

২০১৬ সালে ‘স্লামবার পার্টি’ মিউজিক ভিডিওর সেটে স্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। এরপরে বন্ধুত্ব ও প্রেম। চার বছর প্রেমের পরে বাগদান হলো তাদের। কিমই