তালেবান সরকার আফগানিস্তানের নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দিয়েছে। তবে যাথাযথ পর্দার নিয়ম কানুন মেনে এবং পুরুষদের থেকে আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে ক্লাস করতে হবে।
তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি জানিয়েছেন, নারীদের জন্য একটি নতুন ইসলামিক পোশাকও চালু করা হবে। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয় পড়ানো হচ্ছে সেগুলো পর্যালোচনা করা হবে।
শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে পতাকা উড়িয়ে তালেবান তাদের প্রশাসনের যাত্রা শুরুর ইঙ্গিত দেওয়ার পর শিক্ষা নিয়ে নতুন নীতিমালা প্রকাশ করল।
তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাজে ফিরতে শুরু করেছেন আফগান নারীরা। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবশ্য তালেবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং শুরু থেকেই নারীদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে।
কাবুল বিমানবন্দরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও কাজে ফিরেছেন। তালেবান সদস্যদের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিভিন্ন চেকপয়েন্টে দায়িত্ব পালন করবেন।