চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবারই হাউস অব কমন্সে একটি সংবর্ধনায় যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই তাকে নিষিদ্ধ করা হলো।
বিবিসি জানিয়েছে, বুধবার একটি সর্বদলীয় সংবর্ধনায় যোগ দেওয়ার কথা ছিল ঝেং জেগুয়াংয়ের। কিন্তু তার যোগদান নিয়ে বিক্ষোভের পর কমন্স স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এবং লর্ড স্পিকার লর্ড ম্যাকফাল অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেন।
তবে এ ঘটনাটিকে নিন্দনীয় এবং কাপুরুষোচিত সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনা দূতাবাস। এমন সিদ্ধান্ত লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক বিরোধ সৃষ্টি করতে পারে।
গত মার্চে যুক্তরাজ্যের পাঁচজন সংসদ সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে এবং মিথ্যা প্রচারের অভিযোগ আনে চীন।
এর আগে উইঘুরদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সাংসদ।
তবে এই প্রথম ব্রিটিশ সংসদে চীনের কোনো রাষ্ট্রদূতকে নিষিদ্ধ ঘোষণা করলো যুক্তরাজ্য।