প্যারিসের সঙ্গে হওয়া চুক্তি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। এই চুক্তি থেকে সরে আসায় নেভাল গ্রুপের আর্থিক ক্ষতি নিশ্চিত। এমন অবস্থায় ক্যানভেরার বিরুদ্ধে ক্ষতিপূরণের আভাস দিয়েছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী।
ফ্লোরেন্স পার্লি বৃহস্পতিবার বলেছেন, সাবমেরিন চুক্তি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ার কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করতে পারে ফ্রান্স। এ বিষয়ে প্যারিস খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
ফ্রান্সের নেভাল গ্রুপের জাহাজ নির্মাতার সঙ্গে সাবমেরিন চুক্তি থেকে সরে আসে অস্ট্রেলিয়া। যে চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার ছিল প্যারিসের। কিন্তু বুধবারের চুক্তির ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ এমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ১২টি সাবমেরিন নির্মাণে ৫ হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি করে ফ্রান্স।
বুধবার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।