Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে পিতৃপরিচয় মিলল নুসরাতের সন্তানের

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সমস্ত জল্পনার অবসান  ঘটিয়ে অবশেষে নুসরাতের সন্তানের পিতৃপরিচয় প্রকাশিত হলো । কলকাতা কর্পোরেশনের জন্মের নথি অনুযায়ী নুসরাত পুত্রের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। ২০২১ নির্বাচনে চণ্ডীতলা থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্তা। নির্বাচনী হলফনামায় নিজের দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। এতেই স্পষ্ট ঈশানের পিতৃপরিচয়।

গত কয়েক মাস ধরে নুসরাতের সন্তানের জন্মপরিচয়ের খোঁজ অবশেষে শেষ হল কলকাতা পুরসভার নথিতে। যদিও এই জল্পনায় আকারে ইঙ্গিতে অনেক আগেই সিলমোহর দিয়ে দিয়েছিলেন নুসরাত নিজেই। এদিন ঈশানের বার্থ সার্টিফিকেটে সেটি স্বীকৃতি পেল মাত্র। যদিও নুসরাতের গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে যেভাবে তাঁর সঙ্গ দিয়েছিলেন যশ, তাতে সন্দেহের তেমন কোনও অবকাশ ছিল না। বরং গর্ভবতী নুসরতাকে চোখে হারাতেন যশ তা ছিল স্পষ্ট। প্রেগনেন্সি ক্রেভিং হোক বৃষ্টি মুখর পার্কস্ট্রিটে লাঞ্চ ডেট, নুসরাতের হাতে হাত রেখে সর্বত্রই যশের সদর্প উপস্থিতি। এমনকী সন্তান জন্মের মুহূর্তটুকুতেও হবু মা-কে কাছছাড়া করেননি অভিনেতা। নিজে ড্রাইভ করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন নুসরাতকে।

২৬ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। হাসপাতালে ভর্তি করানো থেকে ডিসচার্জের মুহূর্ত পর্যন্ত সদ্যোজাত ঈশান ও তাঁর মা নুসরাতের সঙ্গেই হাসপাতালে থেকে গিয়েছিলেন যশ। এমনকি হাসপাতাল থেকে ছা়ড়া পাওয়ার সময়ও দেখা যায় খুদেকে নিজের কোলে করেই বাড়ি আনছেন যশ। ঈশানের নামকরণেও ছিল তাঁর পিতার নামের ছোঁয়া। অনুমান করা যায় সন্তানের বাবা যশের সঙ্গে মিলিয়েই নাম রেখেছেন নুসরাত ।