ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা নবগঠিত বিএনপি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে সদস্য সচিব আনিসুর রহমান মানিক এর সঞ্চালনায় ১১মার্চ মঙ্গলবার দুপুরে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান মানিক এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম বাবুল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, হাবিবুর রহমান, আঃ ওয়াহেদ তালুকদার, জাকিরুল ইসলাম টুটন, হুমায়ন কবির সরকার, গাজিউর রহমান, আঃ কুদ্দুস, সোলাইমান সরকার, আবুল হাশিম, আঃ মোমেন শাহীন প্রমূখ।