টাঙ্গাইলের মধুপুরে পূর্ব শত্রুতার জেরে মারামারিতে নিহত ইব্রাহিম খলিল (২৫) এর খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদল।
উপজেলার বেরিবাইদ ইউনিয়নের দানকবান্ধা এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে গত রোববারের সংঘর্ষের ঘটনায় আহত ইব্রাহিম খলিল (২২) নামের এক তরুণ নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ধানকবান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মারামারিতে নিহত হওয়া ইব্রাহিম খলিল (২৫) এর খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক হয়রত আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন প্রমুখ।
এসময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি মধুপুর থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড আনারস চত্বরে হয়ে মধুপুর বিএনপির পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।