চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৯নং মুকুন্দসার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ মাষ্টারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গত ১২ মার্চ বুধবার এ মানববন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনকারীরা বলেন, মোশাররফ মাস্টারের ছেলে খেলতে গিয়ে তর্ক বির্তকে জড়িয়ে পরে এবং একপর্যায়ে মারামারিও হয়। ওই ছেলেটিকে একা পেয়ে দুই-তিন জন মিলে গুরুতর আহত করে তখন দ্রুত আহত ছেলেটিকে নিয়ে তার বড় ভাই ১নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি আনাস চাঁদপুর হসপিটালে নিয়ে যায়। গ্রামের লোকজন যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের মতে আহত ছেলেটির পরিবার মোশারফ মাস্টারে বাড়িতে গিয়ে তার ছেলের বিচার চায়। কিন্তু সে বিচার না করে উল্টো আহত ছেলের মা বোনের উপর হাত তুলে । মোশাররফ মাষ্টার ও তার সহধর্মিনী এবং তার ছেলেরা মিলে হুমকি ধমকি দেয়।
মানববন্ধনকারীরা আরো বলেন, মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোশারফ হোসেন স্বৈরাচার সরকারের আমলে স্কুলে কাজের দুর্নীতি সহ উপবৃত্তির টাকা মেরে দিয়েছেন এবং প্রতিটা নির্বাচনে আসলে বিএনপির জামাত করার লোকের লিস্ট উনি নিজ হাতে হাজিগঞ্জ থানা জমা দিতে। তার বিরুদ্ধে কথা বললে মামলা দেবো ভয় দেখায়। তার বাড়ির লোক আনাস ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হওয়ায় সামান্য একটি খেলা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আনাছের ছোট ভাইকে বেদর মারপিট করে এবং ছেলেটি বর্তমানে চাঁদপুর হাসপাতাল ভর্তি আছে।
বিশেষ সূত্রে জানা যায় যে, আওয়ামী সরকার থাকাকালীন সে আওয়ামী নেতার প্রভাব খাটিয়ে বিভিন্ন ভাবে বিদ্যালয় এর সরকারি অর্থ আত্মসাৎ করে এবং বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পরীক্ষার সময় অতিরিক্ত টাকাও নিয়েছে জানা যায়। এই যদি হয় একজন শিক্ষকের আচরণ তাহলে আমাদের সমাজের ছেলেরা কি শিখবে।
এই বিচার কি হওয়ার দরকার এটা আমরা সবাই প্রশাসন, আমাদের গ্রামের গুনীজন ও চেয়ারম্যান মেম্বারগণ আছেন হাতে তুলে দিলাম আমি এই গ্রামের সন্তান হিসেবে এর সুষ্ঠ বিচার আশা করি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাইম খান, আরিফ খান, রবিউল, শামীম মিজি, মেহেদী, রামিম, রাজিব, রুবেল, সাগর, সাব্বির, ফরহাদ, সিয়াম, মহিন, শাহপরান, আলামিন, সাকিব, রবিউল, তারেক, জুয়েল, শামীম প্রমুখ।