এইচ এম এরশাদ আন্তর্জাতিক সাংবাদদাতা:-
গাজা, মধ্যপ্রাচ্য – আজ বৃহস্পতিবার গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে শহীদদের মরদেহ উত্তোলন শুরু করেছে মেডিকেল টিম ও সিভিল ডিফেন্স বাহিনী। যাদেরকে হাসপাতালের আঙিনায় অস্থায়ীভাবে দাফন করা হয়েছিল, তাদের মরদেহ এখন সুশৃঙ্খলভাবে পুনরায় দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সলিমা কুয়েত নিউজ এজেন্সি (কুনা)-কে জানান, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ ও আক্রান্ত গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক শহীদের মরদেহ হাসপাতালের সীমানার ভেতরেই কবর দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বাস্তুচ্যুত মানুষরা ধীরে ধীরে নিজেদের এলাকায় ফিরে আসছেন, ফলে হাসপাতালের জায়গা সংকট দেখা দিয়েছে এবং হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের আঙিনায় কঠিন পরিস্থিতির মধ্যেই শহীদদের দাফন করা হয়েছিল, কারণ ইসরায়েলি বাহিনীর অবরোধ ও হামলার ফলে সেখানে চিকিৎসা ব্যবস্থাও ব্যাহত হয়েছিল। এখন মরদেহ শনাক্ত করা, তাদের নাম ও তথ্য সংরক্ষণ করা এবং স্বজনদের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় দাফন নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, গাজা এখনও ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ পরিণতি বহন করে চলেছে, যেখানে হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং জনবসতিগুলো একের পর এক হামলার শিকার হয়েছে।