Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

মো: শুভ ইসলাম গাইবান্ধা প্রতিনিধি।
মার্চ ১৫, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়িতে পুলিশের তল্লাশিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে থানা হেফাজতে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের সিংড়ায় এই ঘটনা ঘটে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে রাজশাহীতে যাচ্ছিলো প্রাইভেটকারটি। সে সময় নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিলে পুলিশের চেকপোস্ট তল্লাশি চালায় ঐ গাড়িতে। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ তাকে পুলিশের হেফাজতে নেয়। তবে সাবিউলের দাবি করেন, এই টাকাগুলো তার জমি বিক্রির টাকা।

তিনি আরও জানান, সাবিউল ইসলামকে এখনও আটক দেখানো হয়নি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।