Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৮০ হাজার মুসল্লির অংশগ্রহণে পবিত্র আল-আকসা মসজিদে দ্বিতীয় জুমা

admin
মার্চ ১৫, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৮০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার মুসল্লি আজ (শুক্রবার) ভোর থেকেই মসজিদ চত্বরে সমবেত হন।

এদিকে, ইসরায়েলি দখলদার বাহিনী মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে এবং শহরের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসায়। অনেক মুসল্লিকে, বিশেষ করে প্রবীণদের, বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তবে, জেরুজালেম, ১৯৪৮ সালে দখলকৃত অঞ্চল এবং পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের মধ্যে যারা বাধা পেরিয়ে আসতে পেরেছেন, তারা আল-আকসা মসজিদের চত্বরে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেছেন।

জেরুজালেমের গভর্নর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী শহরের বিভিন্ন প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং মুসল্লিদের চলাচলে বাধা সৃষ্টি করেছে।

ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোবল

বিপুল বাধা ও নিরাপত্তা কড়াকড়ির মধ্যেও ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য নিজেদের সংকল্প ও দৃঢ়তা প্রকাশ করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনজুড়ে উত্তেজনা বিরাজ করছে, এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে নজর রাখছে।