কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদেরকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মালেকুল আফতাব। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনে গতকাল ১৫ মার্চ বুড়িচং উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলে সর্ব মোট ২১০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ৭ হাজার ও ১২ থেকে ৫৯ মাস ৪৭ হাজার ৫০০শিশুকে ভিটামিন এ প্লাস এর আওতায় আনার টার্গেট নিয়ে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করা হয়।