Crime News tv 24
ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

প্রেস বিজ্ঞপ্তি : ১৬ মার্চ ২০২৫- সৌদিতে আটক জুলাইয়ের ১২ রেমিট্যান্সযোদ্ধাকে ঈদের আগে মুক্ত করার দাবি

জাকারিয়া মাহমুদ নিজস্ব প্রতিবেদক:-
মার্চ ১৬, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাইয়ে কোটা আন্দোলনে সংহতি জানিয়ে রেমিট্যান্স বয়কট আন্দোলন করা ১২জন প্রবাসী সাত মাস ধরে সৌদি কারাগারে অন্তরীন আছেন। তাদেরকে ঈদের আগে মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও জাতীয় বিপ্লবী পরিষদ।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

এ সময় আটক প্রবাসীদের পরিবার জানায়, জুলাই গণহত্যার কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে সারা বিশ্বের প্রবাসীরা রেমিট্যান্স বয়কট আন্দোলন করেছিল। হাসিনার পতনের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়। তখন সৌদি প্রবাসীরা শোকরিয়া মাহফিলের আয়োজন করে। কিন্তু আওয়ামী লীগের দোসররা সৌদি আরবের পুলিশকে মিথ্য তথ্য দিয়ে ১২জন প্রবাসীকে গ্রেপ্তার করায়। তারপর থেকে আট মাস ধরে তারা কারাগারেই বন্দি আছেন। আটক ১২ জন হলেন- মো. বাদল, ইসমাইল হোসেন, মো. কাউসার হোসেন স্বপন, এরশাদ, জুয়েল রানা, মো. শাকির হোসেন, মো. হাবিবুর রহমান, মো. আবুল হোসেন, মোহাম্মদ জামিল হোসাইন, মোহাম্মদ ইয়াকুব, সাদ্দাম হোসাইন ও মাসুদ গাজী।

আটককৃত ইসমাইল হোসেনের বড় ভাই আহসান উল্লাহ বলেন, আটক ১২ জনের মুক্তি দাবিতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে। আট মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের মুক্তির কোনো সঠিক দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। সৌদিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সরকার নানা উদ্যোগ নিলেও রাষ্ট্রদূত আওয়ামী দোসর হওয়ায় নিরবতা পালন করছেন।

মানববন্ধন শেষে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের নির্দেশনায় দলের প্রতিনিধি যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার ও জাতীয় মানবাধিকার সমিতি চেয়ারম্যান মো : মঞ্জুর হোসেন ঈসাসহ বিপ্লবী পরিষদের প্রতিনিধি টিম পরিবারগুলোর কয়েকজন সদস্যকে নিয়ে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে ঈদের আগেই আটক ১২ প্রবাসীকে ঈদের আগে সৌদি কারাগার থেকে মুক্ত করার দাবি জানানো হয়েছে।

অলিদ তালুকদার জানান, ১২ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাকে কারামুক্ত করতে তাদের পরিবারের পাশে আমাদের দল জাতীয় বিপ্লবী পরিষদ আছে। আমাদের দল সব সময় মজলুমদের খেদমত করে যাবে।

ভিক্টিম পরিবারের সদস্য মো. আহসান উল্লাহর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিকী, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, জাগো শিশু কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জামাল শিকদার, ভিক্টিম পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোসা. শিল্পী বেগম, মো.পারভেজ হোসেন, মো. জিয়াউর রহমান, রুনা আক্তার, মন মিয়া, জামিল হোসেন, মো. ইয়াসিন, সুজন, মো. মামুন হোসেন, মিজানুর রহমান রানা প্রমুখ।