Crime News tv 24
ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বিশেষ অভিযান: সাত মিলিয়ন কেটামিন ট্যাবলেট জব্দ

admin
মার্চ ১৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

বাগদাদ, ১৬ মার্চ: ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিশেষ অভিযানে সিরিয়া থেকে তুরস্ক হয়ে আসা একটি ট্রাক থেকে এক টনের বেশি (প্রায় ১,১০০ কেজি) কেটাগন ট্যাবলেট জব্দ করেছে। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুকাদ মিরি নিশ্চিত করেছেন যে, এই মাদকবিরোধী অভিযানটি কুর্দিস্তানের এরবিল ও সুলেমানিয়া অঞ্চলে পরিচালিত হয়।

এই সফল অভিযানে ইরাকি কর্তৃপক্ষ সৌদি আরবের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে পাওয়া গোপন তথ্য ব্যবহার করে। জব্দকৃত ট্রাকটিতে প্রায় সাত মিলিয়ন কেটাগন ট্যাবলেট ছিল, যা সিরিয়া থেকে তুরস্ক হয়ে ইরাকে প্রবেশ করছিল।

একজন নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্স প্রেস-কে জানান, চোরাচালান চক্রটি অত্যন্ত সুসংগঠিত ছিল, তবে ইরাকি বাহিনীর কার্যকর প্রচেষ্টার ফলে মাদক চোরাচালানের এই বিশাল চালান ধরা পড়ে।

মধ্যপ্রাচ্যে মাদক চোরাচালানের বিরুদ্ধে কড়াকড়ি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সম্প্রতি মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে সিরিয়া, ইরাক, তুরস্ক ও সৌদি আরবের নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে এ ধরনের চোরাচালান প্রতিরোধে কাজ করছে।

সূত্র: কুয়েত নিউজ