শিল্পা শেট্টি নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। একটি বইয়ের পাতার ছবি দেন তিনি। সেখানে প্রথমে বড় করে লেখা রয়েছে, ‘নতুন সমাপ্তি’। তারপর কার্ল ব্রেডের উক্তিতে লেখা, পিছনে ফিরে গিয়ে কেউ কিছু ঠিক করে দিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারে না। আর তাই, যে কেউ একটা নতুন শুরু ও একটা নতুন শেষ করতেই পারে।’ এর পরেই অংশেই স্পষ্ট বার্তা, জীবনে কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছো, কাকে কষ্ট দিয়েছো সেই সমস্ত না ভেবে ভবিষ্যতের কথা ভাবাই উচিত। সেখানে নতুনভাবে কিছু শুরু করার উপায় থাকে।’
সোশ্যাল মিডিয়া তার এই অভিনব বইয়ের পাতা শেয়ার করাা দেখে বলছে, ‘নতুন সমাপ্তি’-র কথা ভাবছেন বলিউড অভিনেত্রী। পর্ণোগ্রাফি বিতর্ক কি ভাঙন আনছে দাম্পত্যে? শিল্পার ইনস্টাগ্রাম স্টোরি দেখে প্রমাদ গুনছে নেটদুনিয়া।
বিশেষ এই বইয়ের পাতার ছবি ইনস্টাগ্রামে তুলে ধরে কী বিশেষ কোনও বার্তা দিতে চাইলেন শিল্পা? নাকি নিছক ভালোলাগার কয়েকটা লাইন ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে? উত্তর অজানা। প্রসঙ্গত, সম্প্রতি গণেশ পুজো শেষ হয়েছে। শিল্পার বাড়িতেও মহা ধুমধামে পালিত হয়েছে গণেশ চতুর্থী। সেখানে ছেলে ও মেয়ের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন শিল্পা। তবে ছবিতে দেখা মেলেনি রাজের।
অন্যদিকে আজ, সোশ্যাল মিডিয়ায় বোন শমিতার ছোট্ট ভিডিও তুলে ধরেন ‘গর্বিত দিদি’ শিল্পা শেট্টি। ওটিটি প্ল্যাটফর্মের বিগ বসে অংশ নিয়েছিলেন শমিতা শেট্টি। সময়ের সঙ্গে সঙ্গে, অন্য প্রতিযোগীদের কড়া টক্কর দিয়ে শমিতা আজ সেরা ৫ প্রতিযোগীদের মধ্যে একজন। দর্শকদের কাছে বোনকে ভোট দেওয়ার জন্য আবেদনও জানান শিল্পা।
বোন শমিতার ভিডিও শেয়ার করে শিল্পা লিখছেন, ‘আমার টুনকি সেরা ৫ প্রতিযোগীর মধ্যে একজন। আর আমি গর্বিত দিদি। ও সততা ও মর্যাদাবোধ ওকে আজ এই জায়গায় নিয়ে এসেছে ও খুশি থাকতে সাহায্য করেছে। আমার জন্য ইতিমধ্যেই জয়ী হয়ে গিয়েছ তুমি। আশা করি আপনারাও ওকে বিগবসের বিজেতা করে তুলবেন।’ এরপর শমিতাকে ভোট দেওয়ার আবেদনও জানান শিল্পা।