Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় শিশু আছিয়া ধর্ষনের ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুজন আহমেদ নিজস্ব প্রতিবেদক :
মার্চ ১৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরার শিশু আছিয়া (৮)’র ধর্ষকের ফাঁসির দাবিতে ও সারাদেশে অব্যাহত শিশু ধর্ষন ও হত্যার প্রতিবাদে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন, ধিক্কার প্রদর্শন ও বিবেক জাগ্রত সভা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড় বাজার চৌরাস্তা শহীদ হাসান চত্বরে।পরে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), জেলা প্রশাসক চুয়াডাঙ্গার মাধ্যমে,অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর ৪ দফা দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুজনের জেলা সভাপতি সিদ্দিকুর রহমান, নারী নেত্রী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী রউফুন নাহার রীনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এনজিও কর্মকর্তা হাবিবী জহির রায়হান, মানবতা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট নওশের আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জীল্লুর রহমান,জাসাসের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি সেলিমুল হাবিব সেলিম, মানবাধিকার কর্মী হাফিজ উদ্দিন হাবলু, মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর, মানবাধিকার কর্মী নাসরিন পারভিন, তূর্য উর রহমান, জিতু, সিয়াম,সোহাগ, শান্ত আসমা খাতুন, লালবানু আয়শা,শাবানা, ফারজানা প্রমুখ ।
অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে বিবেক জাগ্রত সভাটি পরিচালনা করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)এর জেলা সেক্রেটারি, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার।