নীলফামারী ডিমলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ২নং ( কলেজ পাড়া) ওয়ার্ড কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮-মার্চ) বিকেল ৫’৩০ ঘটিকায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের ক্লাস রুমে জাতীয়তাবাদী যুবদল ২নং (কলেজ পাড়া) ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুবদলের ইউনিয়নের আহবায়ক সোহাগ খান লোহানী,সদস্য সচিব মিজানুর রহমান মিন্টার,রবিউল ইসলাম,হাসানুর ইসলাম,রাজু ইসলাম,অপু রায়,হারুন ইসলাম সহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।
নেতাকর্মীরা বক্তব্যে বলেন বিগত সরকারের আমলে কোনো দিন এই ভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে পারিনি, দীর্ঘ ১৭ বছর পরে একসঙ্গে বসে ইফতার করতে পারছি।