মেহেরপুর গাংনীতে তিনটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছায় হয়েছে, এসময় ১টি ছাগলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ-২০২৫ দুইটার দিকে জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃতঃ নজরুল ইসলামের স্ত্রী রােজিনা খাতুন, ছেলে গফুর আলী ও কামাল হােসেনের বাড়িতে অগ্নিকান্ড ঘটে,এসময় নগদ টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়,এ ঘটনায কামাল হােসেনের একটি ছাগলের মৃত্যু হয়েছে,
ক্ষতিগ্রস্তদের একজন গফুর আলী জানান,আমার মা ও আমাদের দুই ভাইয়ের ঘরে আগুন লেগে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে।
রান্না ঘরের চূলা থেকে আগুনের সূত্রপাত হয়,পরে পুরাে বসতবাড়ি আগুন লেগে এ সর্বনাশ হয়।
এদিকে খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন, সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলােকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন।