Crime News tv 24
ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হামাসের আহ্বান: গাজায় দখলদার বাহিনীর হামলা থামাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করুন

admin
মার্চ ১৯, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে, যাতে দখলদার বাহিনীর গাজায় অব্যাহত হামলা বন্ধ হয়।

হামাসের বিবৃতিতে বলা হয়, “আমরা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থনকারী সকল বন্ধুপ্রতিম দেশকে আহ্বান জানাই, যেন তারা যুক্তরাষ্ট্রের ওপর যথাযথ কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে, যাতে এই বর্বর হামলা ও বেসামরিক নিরীহ মানুষের বিরুদ্ধে পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হয়।”

দখলদার বাহিনী দাবি করছে যে, তারা হামাসকে অধিকসংখ্যক বন্দি মুক্তির জন্য চাপ দিতে এই হামলা চালাচ্ছে। তবে হামাস হামলার ২০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়নি।

গাজায় দখলদার বাহিনীর চলমান এই হামলার কারণে বহু নিরীহ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারাচ্ছেন এবং আরও অনেকে গুরুতর আহত হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামাস বলেছে, এই যুদ্ধ ও মানবিক সংকট বন্ধ করতে বিশ্ব শক্তিগুলোর এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।