Crime News tv 24
ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন

Link Copied!

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় পাইকগাছায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পাট বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য সহ উপকার ভোগী পাট চাষীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নের ১৯ শত পাট চাষীদের মাঝে পর্যায়ক্রমে পাটের বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য বলেন, রমজানের জন্য উদ্বোধনী দিনে গদাইপুর ইউনিয়নের কিছু পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল চাষীদের কে পাটের বীজ দেয়া হবে।