স্টাফ রিপোর্টার:-
বগুড়ার শাহজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৭ আসনের( শাজাহানপুর- গাবতলী) এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জননেতা গোলাম রব্বানী কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।
আজ ২০ মার্চ রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহিদুল ইসলাম এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারী মাওলানা আব্দুল্লাাহিল বাকী I
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম রব্বানী বলেন জামায়াত ক্ষমতায় আসলে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করব Iআমরা সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইনা। আবার নির্বাচন বাদ দিয়ে সংস্কার চাইনা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম , আব্দুল লতিফ প্রাঃ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান( জিয়া), সাধারণ সম্পাদক সজিবুল আলম(সজিব ), সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম , দপ্তর সম্পাদক শামীম আহমেদ , ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শফিক , ধর্মীয় সম্পাদক মোস্তাকিম হোসাইন, নির্বাহী সদস্য রমজান আলী রঞ্জু ,সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান (মিঠু), ,সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা,সাবেক দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপনসহ প্রেসক্লাবের সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিক এবং জামায়াতের নেতারকর্মীরাও উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।