খুব তাড়াতাড়ি আবার শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
প্রথমে হলদিবাড়ি- চিলাহাটি সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল শুরু হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে দ্রুত হলদিবাড়ি-চিলাহাটি সীমান্ত দিয়ে যাত্রীবাহীট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতায় অবস্থত বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার তোফিক হুসেইন।
গত বছর করোনার প্রকোপ শুরুর পরে বিমানের মতোই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচলও। বিমান চলাচল করার উদ্যোগ নেওয়ার পরে, দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানো নিয়ে দাবি উঠছিল। কারণ অনেক সাধারণ মানুষ, যাদের নানা কাজে বাংলাদেশ থেকে ভারতে, বিশেষ করে কলকাতা আসতে হয় তাদের সবার পক্ষে বিমানে আসা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চালু হবে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা।