Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে চাঁদ বেকারীতে জেলা প্রশাসন এর অভিযান

Link Copied!

নেত্রকোণায় অনুমোদনহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযান হয়।জেলা এনএসআই, নেত্রকোণা এর গোপন তথ্যের ভিত্তিতে গত ২০/০৩/২০২৫ তারিখ৪.০০/৪.৩০ ঘটিকায় পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় চাঁদ বেকারী নামক একটি বেকারিতে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজার জাত করণের অপরাধে জেলা প্রশাসন এর অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানটির নেতৃত্বে ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান এবং পুলিশের একটি টিম।

এই অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এবং নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে চাঁদ বেকারীর কর্ণধার মোঃ আ: রব মিয়া (৪৮) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারা অনুযায়ী ২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং কারখানাটিতে তৈরি কৃত ১২ বস্তা ( প্রায় ১২০ কেজি) সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করে দেয়া হয়। উল্লেখ্য, সেমাই তৈরির কোনো লাইসেন্স না নিয়েই এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিরমালিকআ: রব মিয়া আসন্ন ইদ উল ফিতর উপলক্ষে অবৈধভাবে বিভিন্ন লাচ্ছা সেমাই তৈরি ও রাজারজাত করতেছিল।