‘বৈচিত্র্যের আশ্বাসে নন্দিত পদযাত্রা’ শ্লোগানে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমি ও বোদ্ধাদের জন্য প্রথমবারের মতো শুরু হচ্ছে ভিস্টুলা ১ম পোলিশ চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২১।
উৎসবে ফিচারফিল্ম, স্বল্প-দৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ সমসাময়িক আলোচিত ১০টি পোলিশ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৫ দিন ব্যাপি এই উৎসবের সার্বিক আয়োজনে রয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আয়োজনে ২২ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৫দিনের এই উৎসব। উৎসবের সহ আয়োজক হিসেবে থাকছে পোল্যান্ডের বিখ্যাত পোলিশ ফিল্ম ইনস্টিটিউট। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Mojeekino (https://mojeekino.pl/en/) তে বিনামূল্যে এই আয়োজনটি উপভোগের সুযোগ পাবেন শুধুমাত্র বাংলাদেশি সিনেপ্রেমিরা।
গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান এই আয়োজনের সাথে সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি এতে খ্যাতিমান চলচ্চিত্র বোদ্ধাদের তত্ত্বাবধানে পোলিশ চলচ্চিত্র বিষয়ক মাস্টারক্লাস, লেকচার সেশন এবং সিনেটকে অংশগ্রহণের অভূতপূর্ব সুযোগ থাকছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।