নিজস্ব প্রতিবেদক:-
‘সত্যের পথে নির্ভীক আমরা’- স্লোগানে পথচলা ঈদগাঁও নিউজ ডট কমের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ মার্চ বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে “এলাকার সার্বিক উন্নয়নে অনলাইন সাংবাদিকতা” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম এ অনলাইন নিউজ পোর্টাল। এবার ছিল ঈদগাঁও নিউজ ডট কমের ১৪ তম ইফতার মাহফিল। পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্মানিত রোজাদারদের সম্মানার্থে এ উদ্যোগ নেয়া হয়। শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্ভাষণ ও স্বাগত জানান ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
মেহমানদের মধ্যে আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। তিনি সমাপ্তি ঘোষনা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কক্সবাজার জেলা শাখার সদস্য শওকত আলম, খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য জানে আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, নাইক্ষ্যংদিয়া- চৌফলদন্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আজিজুল হক রুবেল, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঈদগাঁও প্রতিনিধি তারেকুর রহমান ও বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি এনামুল হক ইসলামাবাদী, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সাবেক সভাপতি নাছির উদ্দিন আল নোমান, দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফারুক, ব্যবসায়ী কামরুল হাসান বায়েজীদ। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা মোঃ আলম, মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব নুরুল হুদা, দন্ত চিকিৎসক ডাক্তার তারেকুর রহমান, খেলাফত মজলিস ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন, শূন্য দশকের মরমী কবি নিলয় মাহমুদ, জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদ বাবুর্চি, বর্তমান সাধারণ সম্পাদক জাফর আলম বাবুর্চি, পোকখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান রুবেল, পোকখালী ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, ঈআউবি প্রাক্তন ছাত্র ব্যাচ- ৯০ এর সদস্য চন্দন পাল বাবু, গায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের এম, সরওয়ার শিফা, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন পিন্টু, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সদস্য আলা উদ্দিন, ঈদগাঁও লাইভ টিভির সম্পাদক বজলুর রহমান ও মাল্টিমিডিয়া রিপোর্টার কাউছার উদ্দিন শরীফ।
বক্তারা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইন সংবাদ মাধ্যম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী অনলাইন সাংবাদিকতার জনপ্রিয়তা এখন তুঙ্গে।
আলোচকরা স্থানীয় সংবাদ মাধ্যমে সততা, বস্তুনিষ্ঠতা, ও নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
তারা আরও বলেন, পবিত্র রমজান খোদাভীরুতা সৃষ্টির মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ সৃষ্টি করে। মানবিক সমাজ বিনির্মাণে রোজার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বক্তারা তাকওয়া ভিত্তিক ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।