কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে ।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন বুড়িচং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বুড়িচং থানা পুলিশ, সরকারি দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৮ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম প্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, গ্রাম পুলিশসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।
এছাড়া, উপজেলার হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার, মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করেছে উপজেলা প্রশাসন।