চতুর্দশ শতাব্দীতে, পল্লবরা অন্দর প্রদেশের দক্ষিণ থেকে তামিলকম পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তত করে। তাদের রাজধানী হয় কাঞ্চিপুরাম। প্রথম মহাদেববর্মন (৫৭১-৬৩০ খ্রি) ও প্রথম নরসিংহবর্মনের (৬৩০-৬৬৮ খ্রি ) রাজত্বকালে এই সম্রাজ্য সবথেকে শক্তিশালী হয়। নবম শতাব্দীর শেষপর্যন্ত দক্ষিণের তেলেগুভাষী অঞ্চল ও তামিলকমের উত্তরাঞ্চলে পল্লবদের আধিপত্য বজায় ছিল।
বৈদিক সাহিত্যে অন্ধপ্রদেশের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদীয় ঐতরেয় ব্রাহ্মণ ( খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দ ) অনুসারে, অন্ধ জাতি উত্তর ভারত পরিত্যাগ করে দক্ষিণ ভারতে চলে গিয়েছিলো।
তেলেগু ভাষায় মূল উৎসটি দেখা যায় গুন্টুর জেলায় কাছে পাওয়া শিলালিপি এবং খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীর রেনাতি চল রাজাদের শিলালিপিতে। তেলেগু ভাষা হলো দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্বুক্ত দক্ষিণ-কেন্দ্রীয় শাখার একটি ভাষা। এটি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সর্বাধিক প্রচলিত ও রাজা সরকারি ভাষা। ভারতের টোগা সালের জনগণনা অনুযায়িএটি মাতৃভাষার সংখ্যা অনুসারে ভারতের ৪থ সর্বাধিক প্রচলিত ভাষা এবংভারতে ৬.৭০%। মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১৬তম সর্বাধিক প্রচলিত ভাষা।