রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রেঞ্জাধীন জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রধানদের সাথে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রেঞ্জাধীন জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রধানদের সাথে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ।
আজ বৃহস্পতিবার ২৭ মার্চ, ২০২৫ খ্রি. রেঞ্জ ডিআইজি’ কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
এসময় রেঞ্জ ডিআইজি অত্র অফিসের অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ ও প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। উপস্থিত পুলিশ সদস্যগণ নবাগত রেঞ্জ ডিআইজির অনুপ্রেরণামূলক বক্তব্যে নবচেতনায় বলিয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে ডিআইজি সকলের সাথে কুশল বিনিময় ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার (অপারেশনস্) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম ডিআইজি অত্র রেঞ্জের সাংগঠনিক কাঠামো এবং সার্বিক বিষয়ে ব্রিফ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর, মোঃ মিলন মাহমুদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা, মির্জা সায়েম মাহমুদ পিপিএম; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম, কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, কানই লাল সরকার; রেঞ্জ ডিআইজি’ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিনসহ অত্র অফিসের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্য ও সিভিল স্টাফ বৃন্দ।