এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাত:-
দামেস্ক, বৃহস্পতিবার: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে।
দেরা প্রদেশের প্রশাসনের বরাত দিয়ে সানা জানায়, বুধবার রাতে ইসরায়েলি বাহিনী হারাশ সাদ আল-জাবিলিয়া এলাকায় হামলা চালায়, যা নাওয়া শহর ও তাসিল শহরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। প্রাথমিক হিসাবে ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ হামলার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, ইসরায়েলি বাহিনীর এত গভীরে প্রবেশ করে হামলা চালানোর ঘটনা বিরল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এদিকে, গত রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার পাঁচটি ভিন্ন স্থানে হামলা চালায়। এর মধ্যে হামা সামরিক বিমানবন্দর প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: কুয়েত নিউজ