মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ,শনিবার ৫ এপ্রিল-২০২৫ মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আবু মোরশেদ শোভন ও ছাত্রলীগ নেতা জয় খানকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েনন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন,আবু মোরশেদ শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার গোপাল সহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে অভিযান চালান, এ সময় সেখান থেকে আবু মোরশেদ শোভন এবং জয় খানকে আটক করে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে।