Crime News tv 24
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

Link Copied!

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকালে নাসিরনগর আশুতোষ হাই স্কুলের খেলার মাঠ সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অভ্যুত্থানের নাগরিক, আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।
আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।
তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সারোয়ার আহমেদ শুভ। এনসিপি নাসিরনগর শাখার সংগঠক কাজি মমিনুল হাসানের সভাপতিত্বে ও জুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আজিজুল হক, ইকতার হোসাইন,সাইফুজ্জামান জনি, সাদ্দাম হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, মো. হুমায়ূন মিয়া।