বুড়িচংয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা রাসেল সারোয়ার, বুড়িচং প্রেসক্লাবের প্রতিনিধি ফয়েজ আহমদ সহ আরো অনেকেই।