ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
৭ ই মার্চ-২০২৫ সোমবার সকালে মেহেরপুর পৌরসভার সামনে এই মানববন্ধন করেন মেহেরপুরের সচেতন মহল।
মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান প্ল্যাকার্ডে ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
বক্তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে, এসময় ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।
মানববন্ধনে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহবান জানানো হয়, এ সময় কিছু ছাত্রের বাবা মা ও উপস্থিত ছিলেন।