ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজারো নিরপরাধ মুসলমান শহীদ হওয়ার প্রতিবাদে উলিপুর পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তৌহিদী জনতার আয়োজনে সোমবার (৭ এপ্রিল) দুপুর দুই ঘটিকায় এই বিক্ষোভ মিছিলে হাজারধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মিছিলটি পৌর শহরের মসজিদুল হুদার সামন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার মসজিদুল হুদার সামনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।
শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে।
তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তৌহীদি জনতার পক্ষ থেকে জানানো হয়, এই বর্বরতার প্রতিবাদে ভবিষ্যতেও আরও জোরালো কর্মসূচি পালন করা হবে, যাতে বিশ্ববাসীর সামনে এই অবিচারের চিত্র তুলে ধরা যায়।
সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলাম সহ প্রমুখ।
সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান করেন।