Crime News tv 24
ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনীর অভিযানে চোর ও মাদক ব্যবসায়ি আটক-০৪

দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনীর অভিযান করে ২ জন ও থানা পুলিশ অভিযান করে ২ জন গ্রেফতার ।

( ৬ এপ্রিল) রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় নিমতলা মোড়ে থেকে মৃত মনসুর আলীর ছেলে মো. সুজন মিয়া (৩২) কাছে দেশীয় অস্ত্রসহ ধরে তার আবাসিক হোটেলে অভিযান করেন। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। উত্তর সুজাপুর আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো.দুলাল হোসেন ( ৪০) এর বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে ৭ টি। ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুলের দিক নির্দেশনায় থানা পুলিশের সাঁড়াশি অভিযানে প্রফেসর পাড়ার মৃত বাবু শেখের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ি ও চোর মো. জনি শেখ ( ৩৫) তার বিরুদ্ধে ৪ টি মাদক মামলা ১ টি চুরির মামলা রয়েছে। আদর্শ কলেজ পাড়া ঘাটপাড়া ও কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে কুখ্যাত চোর মোঃ আল আমিন (২৫) তার বিরুদ্ধে ফুলবাড়ি থানায় ৩ টি চুরির মামলা রয়েছে।

অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফুলবাড়ীর জনগণের জান, মাল নিরাপত্তার জন্য কঠোরভাবে কাজ করে যাচ্ছেন থানা পুলিশ । ৭ এপ্রিল সকালে আসামিদের জেল হাজতে প্রেয়ন করা হয়।