এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার মিশরের আরিশ শহর থেকে গাজা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “গাজা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়, বরং সেখানে প্রায় দুই মিলিয়ন মানুষ অবরুদ্ধ অবস্থায় বসবাস করছে।”
মাখোঁ আরও বলেন, “গাজা নিয়ে কথা বললে আমাদের কথা বলতে হয় সেই দুই মিলিয়ন মানুষের, যারা মাসের পর মাস ধরে বোমাবর্ষণ ও যুদ্ধের মধ্যে রয়েছেন। ইতিহাস ও ভূগোলকে মুছে ফেলা যায় না। যদি এটি কেবল একটি জমির প্রকল্প হতো বা ভূমি দখলের বিষয় হতো, তাহলে যুদ্ধের প্রয়োজনই পড়ত না।”
তিনি তার সফরের সময় আরব রাষ্ট্রগুলোর গাজা পুনর্গঠনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক বিনিয়োগভিত্তিক প্রস্তাবের চেয়ে আলাদা।
মাখোঁর এই বক্তব্য ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয়ের প্রতি এক ধরনের আন্তর্জাতিক সংহতি প্রকাশ বলেই বিশ্লেষকরা মনে করছেন।