দিনাজপুর প্রতিনিধি: “ছাত্র-জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতেও পালিত হয়েছে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১ডিসেম্বর(রোববার)সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সভাকক্ষে সংগঠনের সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মুহিব্বুল ইসলাম,খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হামিদুল হক,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি ডা.সোলাইমান মন্ডল,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী
অধ্যাপক,ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি আজিজুল হক,ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি তাজমিলুর রহমান নয়ন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর রশিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-কাজিহাল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,পরিবহন শ্রমিক নেতা মমতাজ উদ্দিন,মাদক নিরাময় কেন্দ্র তওবা’র প্রতিষ্ঠাতা পরিচালক এমদাদুল হক,মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশনের ফুলবাড়ীর সাধারণ সম্পাদক এসএম নাজিব,সাংবাদিক জাহাঙ্গীর আলম, ক্রাইম রিপোর্টাস মো. মোরসালিন ইসলাম,নাইমুর রহমান, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার নির্বাহী সদস্য জনি,আহমেদ জাকির,আবুবক্কর,সাঈদ,আ:কাদের ও ফজলে রাব্বিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাতীয় দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি ও শিক্ষানবিশ এ্যাড.সাংবাদিক আজগার আলী।
ক্রাইম নিউজ /মোরসালিন ইসলাম