রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করেছে এক বখাটে।গত মঙ্গলবার দিন বিকেল পাঁচটা এ হামলার ঘটনা ঘটে।এতে উজ্জ্বল (২৮) নামের এক যুবুক গুরুত্বর জখম হয়।
আহত উজ্জ্বল সাতুরিয়া গ্রামের মোঃ তানজের আলীর ছেলে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহাত সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে বাড়ির পার্শ্ববর্তী আলতাফ নামের এক যুবক রাজমিস্ত্রি কাজের জন্য উজ্জ্বলকে কাজে নেওয়ার চেষ্টা করে।আলতাফ মাদক সেবী হওয়ায় উজ্জ্বল তার সাথে কাজে না বলে জানালে বেশ কয়েকদিন তাকে কাজের নেওয়ার জন্য হাত পাও ধরে।উজ্জল তার কার সাথে কাজ করতে গিয়ে তার সাথে মতে না মিলার কারনে তার সাথে কাজ করবে না জানালে ক্ষিপ্ত হয় আলতাফ।
এ সময় হাতে থাকা হাতুড়ি দিয়ে উজ্জ্বলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত উজ্জ্বল শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।