ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার নেতৃত্বে গণ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় মুক্তিযোদ্ধা ফলকের কাছে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের অব্যাহত হামলা ও গণহত্যার নিন্দা জানান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, জেলা সভাপতি মুকুল হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ নেতৃবৃন্দ বলেন, “ইসরাইল কোনো নিয়ম-নীতি মানছেনা, ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর বোমাবর্ষণ চালিয়ে গণহত্যা সংঘটিত করছে। বিশ্বের মুসলিম উম্মাহ ও মানবতাবাদী সকল মানুষ এর প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি করছি।”
এদিকে একই দিনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এই আন্দোলনগুলোর মাধ্যমে কুড়িগ্রামের সংগঠনগুলো ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের নির্যাতনের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।