নিজস্ব প্রতিবেদক:-
বরিশাল রুপাতলী বাস স্ট্যান্ডে মাহেন্দ্রা চালক কর্তৃক এক অটোচালক কে বেদম পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দিন সকাল সাড়ে দশটায় রুপাতলী বাস স্ট্যান্ডের সামনে বসে এ হামলার ঘটনা ঘটে।এতে রাজু খান নামের এক যুবক গুরত্বর আহত আহত হয়।
আহত রাজ ২৪ নং ওয়ার্ড ধান গবেষণা রোড এলাকার মৃত মুনসুর আলীর ছেলে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে অটোচালক রাজুর সাথে মাহিন্দ্রা চালক রুবেলের সাগরদী রোডে জামে বসে গাড়িতে গাড়িতে ধাক্কা লাগে।
এ সময় মাহিন্দ্রাচক রুবেল, রেজাউল, মাসুম সহ অজ্ঞাত ২০-২৫ জন ঘটনাস্থলে রাজু খানকে পেটাতে শুরু করে। এ সময়ে রাজুর ব্যবহৃত অটোটি তারা ছিনিয়ে নেয়।পরে স্থানীয়দের মাধ্যমে সালিশ মীমাংসায় রাজুর অটো ফিরিয়ে দেয় মাহেন্দ্রচালক রুবেল।
আজ সোমবার দিন সকাল সাড়ে দশটায় রুপাতলী স্ট্যান্ডের সামনে বসে রাজু তার অটোতে যাত্রী তুলে নিয়ে যাওয়ার সময় মাহিন্দ্রা চালক রুবেল এসে রাজুর অটোর চাবি ছিনিয়ে নেয় এবং যাত্রী নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানায়।এ সময় রাজু তার গাড়ির চাবি চাইলে রুবেল, রেজাউল, জাহিদ সহ অজ্ঞাত ২০/ ২৫ জন লোহার রড ও পাইপ দিয়ে রাজুকে এলোপাতারি পেটাতে শুরু করে।এ সময় আহতর সাথে থাকা নগদ ১৪ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন সিনিয়ে নেয়।
এক পর্যায়ে রাজুকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে কার্ফা বাড়িতে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে এলোপাতারি পেটাতে শুরু করে। পরে স্থানীয়রা খবর পেয়ে রাজুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত রাজু শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।