Crime News tv 24
ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন

নিজস্ব প্রতিবেদক,
এপ্রিল ১৪, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। সোমবার (১৪ই এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এসো হে বৈশাখ, এসো-এসো

দিবসটির সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়ার নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠ থেকে মহিষের গাড়ি, পালকি, পহেলা বৈশাখ লেখাসহ একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়। এছাড়াও বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা এবং উপজেলা মাঠে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও কাবাডি খেলাসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবার পানতা-ইলিশ ও বিভিন্ন ধরণের ভর্তার আয়োজন করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের সর্বসাধারণ স্বতঃর্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।