স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ২ ডিসেম্বর বিকাল ৩ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আ ফম আনোয়ার হোসেন খান পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছির,খেলাফত মসলিসের মুফতি মো: আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা দীপক ঘোষ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রওনক আহমদ, গণমাধ্যম কর্মী হিমাদ্রী শেখর ভদ্র,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমন দোজা ,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক’, ডি আইও ওয়ান আজিজুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, সুনামগঞ্জ জেলার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর জায়গা। ভবিষ্যতে ও যেন তা বজায় থাকে। তৃতীয় পক্ষের কোন মহলের উস্কানি তে যেন অপ্রীতিকর কোন ঘটনার জন্ম না হয় সেদিকে সবাই খেয়াল রাখার জন্য সবাই সতর্ক থাকার ও অনুরোধ জানান।
ক্রাইম নিউজ টিভি ২৪. আমির হোসেন