দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের কানাহার আদর্শ গ্রামের কবরস্থানের গাছ অনিয়মভাবে কেটে ফেলাই আত্মসাৎ লুটপাটের চেষ্টা করলে উপজেলা নির্বাহী অফিসার গাছ জব্দ করেন।
১৬/৪/ ২৫ তারিখে অনুসন্ধানে জানা যায়, ২ নং আলাদিপুর ইউনিয়নের বাসিন্দা মো. বাবু বলেন, ভুমি উপ সহকার্রী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের অবৈধ ভাবে মো. খাজা নুরকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে গাছ কাটার অনুমোদন দেয়। অগ্রিম ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন । বিষয়টা নিয়ে লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ৩০ হাজার টাকার ঘুষের কথা হলেও ১০ হাজার টাকা আমাকে ঘুষ দেয় পরবর্তীতে ১০ হাজার টাকা ফেরত প্রদান করি । ঘটনাটি নিয়ে সাংবাদিকদের অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করে ও কিছু অপসংবাদিক ম্যানেজ হয়।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানতে পেরে আমি লোক পাঠিয়েছি গাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে ।