Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগt এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

সেবার ব্রতে চাকরি” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে আজ ১৮ এপ্রিল শুক্রবার সকাল ০৭:০০ ঘটিকা হতে বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার কাজী আখতার উল আলম সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।

সাধারণ, মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় দ্বিতীয় দিনের বাছাইকৃত মোট ১৪২৭ জন পুরুষ ও ৭৯ জন নারী প্রার্থীর মধ্যে নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে তৃতীয় দিনের তিনটি ইভেন্ট যথা-১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এ মোট ৮৫৭ জন পুরুষ ও ৬৫ জন নারী কৃতকার্য মর্মে বিবেচিত হয়েছেন।

৩য় দিন শেষে সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ

২য় দিনে প্রাথমিকভাবে নির্বাচিত-১৫০৬ জন
৩য় দিনে মোট উপস্থিত-১৪৯৯ জন
মোট কৃতকার্য পুরুষ-৮৫৭ জন
মোট কৃতকার্য নারী-৬৫ জন

তৃতীয় দিন শেষে যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত মর্মে নির্বাচিত হবেন। শারীরিক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৩ মঙ্গলবার আনন্দমোহন সরকারি কলেজ, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।