গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের চৌকির নিচ হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-১৩।
র্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯নং আস্করপুর ইউনিয়নের নাড়ুহার পশ্চিমপাড়া গ্রামে মাদক কারবারি সাজু মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার শয়ন কক্ষের চৌকির নিচ হতে চটের বস্তার ভিতর রক্ষিত ৩৭৩ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। তবে ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি সাজু মিয়া।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক সাজু মিয়া দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত
নাড়ুহার পশ্চিমপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।