Crime News tv 24
ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে মোস্তাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁও প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদগাঁও উপজেলায় মোস্তাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১৮ এপ্রিল বিকেলে জাহাঙ্গীর কিং স্টার ফুটবল ক্লাবের আয়োজনে পশ্চিম দরগাহ্ পাড়া, (টুইন্যামুরা) এলাকার মাঠে খেলা উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও ৭ নাম্বার ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। টিম পরিচালক সওয়ার কামাল ও রফিকুল ইসলামের পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।উদ্বোধনী খেলায় অংশ নেয় হামিদুল হক হামিদ একাডেমি ও ভিলেজার পাড়া বারউলিয়া ক্লাব। উভয় দলে মোট ১০ জন করে খেলোয়াড় অংশ নেন। ৩০ মিনিটের নির্ধারিত খেলায় ৩-৩গোলে ড্র হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় বাদী দল বিএনপি সৌদিয়া আরব মক্কা কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক হামিদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট। এ এলাকার মানুষ ছিল ফুটবলপ্রেমী।

তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন  হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় বাদী দল বিএনপি ৭ নাম্বার ওয়ার্ড দক্ষিণ শাখার সভাপতি মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মিয়াজু গুরা মিয়া,  ঈদগাঁও থানার পুলিশের এস আই নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শাহাজান।

এ সময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার, ৭ নাম্বার ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাহাব মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাচান আলী, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য আলমগীর প্রমুখ।