Crime News tv 24
ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

” ঢাকায় চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ”

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৯, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান চুরি করে গাড়িটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনায় ৩ দিন পর চোর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেফতাররা হলেন, রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহ জেলার সুজন (৩০) ও সোহাগ (২৫)।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকার রাস্তার পাশ থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটির অংশবিশেষ। পরে শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।