Crime News tv 24
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারে আক্রান্ত মাওঃ হাবিব বাঁচতে চান

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
এপ্রিল ২০, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগরের মাওঃ মোঃ রবিউল আহসান হাবিব কিছুদিন আগেও কর্মঠ ছিলেন। কামিল পাশ করে সিলেট ফুলতুলি মাদ্রাসা থেকে কারিয়ানায় উচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামের একটি জামে মসজিদে ইমাম হিসেবে চাকরি নিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাবিবের জীবন এখন নিভূ-নিভূ।

কোম্পানীগঞ্জের পার্শ্ববর্তী কুলুবাড়ি এলাকায় তার নিবাস।বাবার চাকরির সুবাদে শৈশবে থাকতেন সিলেট, ভর্তি হয়েছিলেন স্কুলে। ৪র্থ শ্রেনীতে পড়াকালীন সময়ে মন পাল্টে বাবার অনুমতি নিয়েই ভর্তি হলেন মাদ্রাসায়। পরবর্তীতে সৈয়দপুর কামিল মাদরাসা থেকে কামিল পাশ করলেন।ফাযিল ক্লাশে পড়ার সময় পল্লী বিদ্যুত অফিসে চাকুরীরত পিয়ন আব্দুল মালেক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। পিতার চিকিৎসা করতে গিয়ে ৫ বোন ও ২ ভাইয়ের সংসার দিশেহারা হয়ে যায় । ২০১৭ সালে বাবা মারা যান হাবিবের ফাযিল পরীক্ষা চলাকালীন সময়ে । তবুও মন শক্ত রেখে পরীক্ষা চালিয়ে গিয়েছিলেন। বাবার চিকিৎসা করতে গিয়ে পরিবারটি ভিটেমাটি হারা হয়ে যায়। তবুও ইমামতি ও বাসায় বাসায় গিয়ে কোরআন শিক্ষা দিয়ে কোনমতে সংসার চলছিল।
২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ৩ বছরের আব্দুর রহমান ও বাবার অসুস্থতার কারণে বাকরুদ্ধ। ক্যান্সার আক্রান্ত রবিউল আহসান হাবিব জানান, প্রথমে এম এন হেলথ কেয়ার কোম্পানীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৮-০৩-২০২৫ তারিখে ধরা পড়ে। তারপর দ্বিতীয় বার পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১২-০৪-২০২৫ তারিখে ধরা পড়ে।
এর আগে পেট ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পায়খানার আগে-পরে নিয়মিত রক্ত যাওয়া এবং অতিরিক্ত দূর্বলতার কারণে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগর থেকে এম.বি. বি.এস. এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে কোনো উপকার পাইনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে থেরাপি দেয়া হয়েছে। আরো ৭বার সার্কেল কেমোথেরাপি দিতে হবে। ৭০ বছর বয়সী মা ও সন্তানের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন মাওঃ হাবিব। হাবিব সকলের নিকট দোয়া ও সাহায্য চান ।সে সুস্থ হয়ে কোরআনের খেদমত করতে চান। হাবিবকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন -মোঃ রবিউল আহসান হাবীব।
ব্যাংক একাউন্ট
MD ROBEUL AHSAN HABIB
A/C No. 0170 125 842 811
বিকাশ নাম্বার 01750-249254