Crime News tv 24
ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রতিবাদ: গাজায় ১৫ জন চিকিৎসা কর্মী হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর মিথ্যা প্রতিবেদন নিন্দনীয়

admin
এপ্রিল ২১, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন চিকিৎসা কর্মীর নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসিএস)। রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সেনাবাহিনীর প্রতিবেদনে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডকে ‘ক্ষেত্র পর্যায়ে ব্যক্তিগত ভুল’ হিসেবে দেখানোর অপচেষ্টা চালানো হয়েছে।

রামাল্লায় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে পিআরসিএস-এর মুখপাত্র নাবাল ফারাসখ বলেন, “যতক্ষণ পর্যন্ত প্রতিবেদনটি মিথ্যার ওপর ভিত্তি করে রচিত, এটি বাতিলযোগ্য এবং গ্রহণযোগ্য নয়। এটি একধরনের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার প্রয়াস।”

তিনি আরও বলেন, প্রকৃত সত্য হলো—এই হত্যাকাণ্ড ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং ইসরায়েলি বাহিনীর নিয়মিত আগ্রাসনেরই অংশ। এই ধরনের প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে।

উল্লেখ্য, মার্চ মাসে গাজার বিভিন্ন স্থানে চিকিৎসা সহায়তা দিতে গিয়ে ১৫ জন ফিলিস্তিনি চিকিৎসাকর্মী নিহত হন। তাদের অধিকাংশই ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।