Crime News tv 24
ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Link Copied!

‘স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। প্রধান অতিথি বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে সবাইকে থাকার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এ.কে.এম সাহাব উদ্দীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আম্বিয়া খাতুন মিলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ ফিরোজ কবির।
এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।